চুরির দায়ে চার বছরের জেল
বাকেরগঞ্জ উপজেলায় চুরির দায়ে এক ব্যক্তিকে চার বছরের জেল দিয়েছেন বরিশালের একটি আদালত। আজ মঙ্গলবার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক তরুণ বাছার আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত জাফর উপজেলার বিহারিপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ‘হাতকাটা জাফর’ নামেও পরিচিত।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৩ ডিসেম্বর গভীর রাতে মৃত আব্দুল আজিজ মল্লিকের ঘরে প্রবেশ করে ১৪ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যান জাফর।
এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় জাফরের বিরুদ্ধে চুরির মামলা করেন আজিজ মল্লিকের স্ত্রী রওশন আরা। ২০০৮ সালের ২৯ এপ্রিল আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন।
আদালতে ১০ জনের মধ্যে চারজন সাক্ষী দেন। শেষে জাফরকে ৪৫৭ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং ৩৮০ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশসহ পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।