রাঙামাটিতে ‘আরাকান আর্মি’র সদস্য আটক

Looks like you've blocked notifications!
রাঙামাটির রাজস্থলী উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে অং নং ইয়ং রাখাইন নামের আরাকান আর্মির এক সদস্যকে আটকের দাবি করেছে যৌথ বাহিনী। ছবি : এনটিভি

রাঙামাটির রাজস্থলী উপজেলায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র এক সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার তাইতংপাড়া কলেজগেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

সেনাবাহিনীর রাঙামাটি রিজিওনের জিটুআই মেজর তসলিম তারেক জানান, আটক ব্যক্তির নাম অং নং ইয়ং রাখাইন (২৫)। আটকের পর তাঁর কাছ থেকে মিয়ানমার আর্মির পোশাকের ৩০ গজ কাপড়, আর্মির তিন সেট পোশাক, তিনটি ল্যাপটপ, দুটি ডিজিটাল ক্যামেরা, একটি হ্যান্ডিক্যাম, একটি মোবাইল, একটি মডেম, তাঁর স্ত্রীর পাসপোর্ট, দুটি ঘোড়া ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

রাজস্থলীর স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, আটক ব্যক্তি এখন রাজস্থলী থানায় আছেন। তাঁকে কোথায় নেওয়া হবে, সে সম্পর্কে এখনো কোনো ধারণা দেয়নি যৌথ বাহিনী।

অং নং ইয়ং রাখাইনের কাছ থেকে উদ্ধার করা দুটি ঘোড়া। ছবি : এনটিভি