মৌলভীবাজারে ৩ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
মৌলভীবাজার মডেল থানা পুলিশ শ্রীমঙ্গল রোডে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, আটক ওই তিনজনের বিরুদ্ধে মৌলভীবাজার থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার মডেল থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। ওই প্রেস ব্রিফিংয়ে মৌলভীবাজার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রোডে সন্দেহজনকভাবে একটি প্রাইভেট কারকে আটকে তল্লাশি চালানো হয়। এই সময় গাড়ির ভেতর থেকে তিন হাজার ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন কুলাউড়া উপজেলার সাদেকপুর গ্রামের খন্দকার নূর এ জামান রাহেল (৩৭), জেলা শহরের গোবিন্দ্রশ্রী এলাকার রাসেল আহমদ (২৯) ও কলিমাবাদ এলাকার মুরাদ আলী মিলন (৩৭)।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, তাদের বিরুদ্ধে মৌলভীবাজার থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এরা মাদক ব্যবসার ডিলার হিসেবে দীর্ঘদিন ধরে এ জেলায় কাজ করে আসছিল।