রাজবাড়ীতে সপ্তাহব্যাপী স্কাউটিং প্রশিক্ষণ সমাপ্ত
বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী অঞ্চলের ৩৫৬ ও ৩৫৭তম ইউনিট লিডার বেসিক কোর্স মহাতাঁবু জলসা ও মশাল প্রজ্বালনের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এ কোর্সে ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০০ শিক্ষিকা অংশ নেন। ঢাকা অঞ্চলের দক্ষ প্রশিক্ষকরা শিক্ষিকাদের এ প্রশিক্ষণ দেন।
মহাতাঁবু জলসায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্কাউট রাজবাড়ী জেলা শাখার কমিশনার ড. সৈয়দা নওশীন পর্নিনী, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম, স্কাউট ট্রেনার জেবুন নাহার বেগম, মো. সাহাবুদ্দিন, মোসলেউদ্দিন আহমেদ প্রমুখ।
নারীশিক্ষা বিস্তারের পাশাপাশি ছাত্রীরা যাতে স্কুলে স্কাউটিংয়ের মাধ্যমে নেতৃত্ব গ্রহণ করে তাদের জীবন মান উন্নয়নে এগিয়ে যেতে উদ্যমী হয়, এটাই ছিল নারী শিক্ষিকাদের প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।