‘আরাকান আর্মি’র সদস্যসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড

রাঙামাটিতে বিচ্ছিন্নতাবাদী সন্দেহে গ্রেপ্তার ‘আরাকান আর্মি’র সদস্য অং নং রাখাইনসহ তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিন আসামির উপস্থিতিতে রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলী আক্কাস এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বুধবার রাঙামাটির রাজস্থলীর তাইতংপাড়া থেকে ‘আরাকান আর্মি’র সদস্য অং নং ইয়ং রাখাইনকে আটক করা হয়। আটকের পর তাঁর কাছ থেকে ঘোড়া, ল্যাপটপ, ক্যামেরা ও ‘আরাকান আর্মি’র পোশাকসহ বেশ কিছু উপকরণ উদ্ধারের দাবি করে পুলিশ। পরে শুক্রবার একই উপজেলা থেকে সংগঠনটির কার্যক্রমে ব্যবহৃত বাড়িটির দুই কর্মী মং চু অং মারমা ও যশো অং মারমাকে আটক করা হয়। তাঁদের দুজনকেই ‘আরাকান আর্মি’র সদস্য বলে দাবি করে পুলিশ। তিনজনের বিরুদ্ধেই সন্ত্রাস দমন আইন ও অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে।
আটকের পরই শনিবার পুলিশ তিন আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় আজ রোববার শুনানির দিন ধার্য করেছিলেন আদালত।