ডিজিটাল বাংলাদেশ গড়তে অনলাইন গণমাধ্যম ভূমিকা রাখছে : শিক্ষামন্ত্রী

Looks like you've blocked notifications!
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রোববার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ডাকের অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধন করেন। ছবি : এনটিভি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে অনলাইন গণমাধ্যম অগ্রণী ভূমিকা রাখছে। এ সময় তিনি অপসাংবাদিকতা বন্ধে প্রকৃত সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে শক্তিশালী অবস্থান নেওয়ার আহ্বান জানান।

আজ রোববার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ডাক-এর  অনলাইন নিউজ পোর্টাল জিবিডাক টুয়েন্টিফোর ডটকমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলী আকবর ফখরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা মৌরিন করিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মসাহিদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল গনিসহ অনেকে।

এ ছাড়া সাপ্তাহিক এ পত্রিকায় দায়িত্বরত সৈয়দ বাপ্পী, নুরুল হক শিপু ও আলী হায়দার শিপলু অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।