ভাঙনে উন্মত্ত পদ্মা
হঠাৎই যেন আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। তার উন্মত্ত ছোবলে প্রতিনিয়ত ভাঙছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিস্তীর্ণ এলাকা। এরই মধ্যে উপজেলার কুমারভোগ ও হলুদিয়া ইউনিয়নের ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, ইউনিয়ন অফিস, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনা চলে গেছে নদীতে।
এলাকাবাসী বলছেন, আগের বছরের তুলনায় এবার ভয়াল রূপ ধারণ করেছে পদ্মা। রাস্তা-ঘর-বাড়িসহ কারো কারো শেষ সম্বলটুকুও হয়তো চলে গেছে পদ্মার ভাঙনে। তাই খোলা আকাশের নিচে খেয়ে-না খেয়ে দিন কাটাতে হচ্ছে এ অঞ্চলের মানুষকে।
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও নৌমন্ত্রী শাজাহান খান। ভাঙনরোধে দু-একদিনের মধ্যে চায়না মেজর ব্রিজ লৌহজংয়ে ড্রেজিংয়ের কাজ শুরু করবে বলে জানান তাঁরা।
বিস্তারিত মুন্সীগঞ্জ প্রতিনিধি মঈনউদ্দিন সুমনের ভিডিও প্রতিবেদনে—