মাগুরায় নারীর ওপর এসিড নিক্ষেপ, গ্রেপ্তার ৩
পারিবারিক কলহের জের ধরে মাগুরায় সেলিনা খাতুন (৫০) নামের এক নারীর ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর থানার পুলিশ এ বিষয়ে মামলা করেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান জানান, সেলিনা খাতুন জেলা ও দায়রা জজ আদালতের এমএলএসএস। সেখানে কাজ শেষ করে গতকাল সোমবার রাত ৮টার দিকে নিজনান্দুয়ালীর বাড়িতে যাচ্ছিলেন। পথে ভূমি অফিস সড়কে পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর ওপর এসিড ছুড়ে মারে। সেলিনার মুখ ও কপাল এসিডে ঝলসে যায়। যন্ত্রণায় চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন সেলিনাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চম্পা খাতুন (৩০), সেলিম হোসেন (৩৫) ও জাবেদ মিয়াকে (৩০) আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার দেখায় পুলিশ। সেলিম ও জাবেদের বাড়ি শহরের পারলা এলাকায় এবং তাঁরা চম্পা খাতুনের ভাই। দগ্ধ সেলিনার দ্বিতীয় স্বামীর দ্বিতীয় স্ত্রী হলেন চম্পা।