গাইবান্ধায় গোখাদ্যের সংকট তীব্র

Looks like you've blocked notifications!

গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর অববাহিকা ও চরগুলোতে বন্যার কারণে কয়েক সপ্তাহ ধরে গবাদি পশুর খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।

গবাদিপশুর খাদ্যের সংকট সেগুলোর মালিকদের উদ্বিগ্ন করে তুলেছে এবং এ পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহায় পশু বিক্রি করে লাভের পরিবর্তে তারা ক্ষতির শিকার হতে যাচ্ছে বলে আশঙ্কা করছে।

উল্লেখ্য, জেলার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা— এ চার উপজেলার বিস্তীর্ণ নদী সংলগ্ন এলাকা ও চরগুলো বন্যার পানিতে তলিয়ে গেছে।

এ পরিস্থিতিতে গবাদি পশুগুলো মাঠে ঘাস বা অন্যান্য নিয়মিত খাবার পাচ্ছে না। ফলে ওই সব পশুর স্বাস্থ্যেরও অবনতি হচ্ছে। বিশেষত, খড়, খৈল ও গমের ভূষির মতো পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় দরিদ্র মানুষ তাদের গবাদি পশুগুলোর জন্য খাবার জোগাড় করতে গিয়ে হিমসিম খাচ্ছে।

এ ব্যাপারে জেলা পশু সম্পদ কর্মকর্তা আবদুল লতিফ বলেন, কৃষকরা অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে। যদিও তারা ঈদের বাজারে কোরবানির পশু ভালো দামে বিক্রি করে লাভবান হওয়ার ব্যাপারে আশাবাদী।