ধরলা সেতুতে টোলের প্রতিবাদে সমাবেশ

Looks like you've blocked notifications!

ধরলা সেতুতে নতুন করে টোল আরোপের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক অধিকার আন্দোলনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন।

আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন করে আরোপিত টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে সমাবেশ করে। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দেওয়া হয়। 

এ সময় বক্তব্য দেন সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব শ্যামল ভৌমিক, দুলাল বোস, মোনাব্বর হোসেন মিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৩ সালে ধরলা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে শুধু বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, কাভার্ড ভ্যানের টোল আদায় করা হতো। গত ২৬ আগস্ট থেকে সাইকেল, রিকশা, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি, অটোরিকশা, মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে টোল নেওয়া হচ্ছে। অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানান বক্তারা।

দাবি আদায়ে নাগরিক অধিকার আন্দোলন কমিটি সাতদিনের কর্মসূচি ঘোষণা করে। আজ ছিল প্রথম দিন।