রাজশাহীতে নৌকাসহ ফেনসিডিল জব্দ

Looks like you've blocked notifications!

রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর সীমান্তে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত নৌকাসহ ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর ৫টার দিকে বিজিবি ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব মালামাল উদ্ধার করেছে।

বিজিবি ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এইচ কামরুল হাসান জানান, ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহলদল মুক্তারপুর পদ্মারচর এলাকায় বুধবার ভোর ৫টার দিকে চোরাচালান প্রতিরোধ অভিযান চালায়। এ সময় ৭৮৬ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। মাদকসহ এসব সম্পত্তির মূল্য তিন লাখ ২৯ হাজার ২৩০ টাকা। 

জব্দ করা ফেনসিডিল পরবর্তী সময়ে জনসম্মুখে ধ্বংস করা হবে। ইঞ্জিনচালিত কাঠের নৌকা রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।