শাবির চার হলে নতুন প্রভোস্ট

Looks like you've blocked notifications!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আবাসিক চার হলে নতুন প্রভোস্ট নিয়োগ করা হয়েছে। তাঁদের প্রত্যেককে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহসিন আজিজ খান (শাহপরান হল), বাংলা বিভাগের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য (সৈয়দ মুজতবা আলী হল), সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা পারভিন (প্রথম ছাত্রী হল) এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শরিফা ইয়াসমিন (বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল)।

বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়ার বিষয়টি উপাচার্য আমিনুল হক ভূঁইয়া এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রত্যেককে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।