চালের ‘বাম্পার ফলন’, তাই ফিরছে ২৮ শতাংশ শুল্ক

Looks like you've blocked notifications!
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি : এনটিভি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘এবার আমাদের বাম্পার ফসল হয়েছে। অস্বাভাবিক উৎপাদন হয়েছে চালের। সুতরাং আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি ডিউটি ( আমদানি শুল্ক) আগে যে জায়গায় ছিল, ২৮ শতাংশ, আবার সে জায়গায় যাবে।’

আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত রেনসে তেরিংকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বাজেট ঘোষণার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাণিজ্যমন্ত্রী আরো জানান, এ বছর চালের বাম্পার ফলনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেও দাবি করেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘২৮ শতাংশ ছিল। আমরা বাজেট ছাড়াই সেটা ২ শতাংশে নামিয়ে এনেছি, যখন খাদ্যের একটু অভাব ছিল। এবার আমাদের বাম্পার ফসল হয়েছে। অস্বাভাবিক উৎপাদন হয়েছে এবার আমাদের ধানের। সুতরাং আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে, ডিউটি (শুল্ক) আগে যেই জায়গায় ছিল, ২৮ শতাংশ, আবার সেইখানেই যাবে। কিন্তু সেটা আসতে হবে বাজেটের মধ্যে দিয়ে। ৭ (জুন) তারিখে যখন বাজেট হবে, ওই দিন থেকেই এটা কার্যকর হবে।’

এতে কোনো নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কোনো ব্যাড ইম্পেক্ট নাই। কিসের ব্যাড ইম্পেক্ট? এবার মানুষ বেশি চাষ করেছে। বেশি ফসল হয়েছে। তাদের তো একটা প্রটেকশন দিতেই হবে। এটা ইন্ডিয়াও দেয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মাদকবিরোধী অভিযানে জনসমর্থন রয়েছে। কোথাও কোনো বাড়াবাড়ি হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।