পদ্মা সেতুর ২৪ ভাগ কাজের অগ্রগতি হয়েছে : সেতুমন্ত্রী
গত ১১ দিনে পদ্মা সেতুর এক ভাগ কাজের অগ্রগতি হয়েছে। সব মিলিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত সেতুর ২৪ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বেলা আড়াইটায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়া কুমারভোগে পদ্মা সেতুসংলগ্ন চায়না মেজর ব্রিজের ডকইয়ার্ড ও ওয়ার্কশপ এলাকায় দুই দফা ভাঙন এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের আজ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ সাফ জানিয়ে দিয়েছেন, পদ্মা সেতুর কাজের ব্যাপারে কোনো প্রকার অনিয়মের কথা শুনতে চান না। আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত মনিটরিং করছেন।’
সেতুমন্ত্রী বলেন, অক্টোবরে পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ শুরু হলে কাজ আরো দ্রুত হবে। পানির কারণে কাজ একটু ধীরগতিতে হচ্ছে। পদ্মা সেতুর কাজ ২৪ শতাংশ হয়েছে। সব কাজের এভারেজ অগ্রগতি এটা।
পদ্মা সেতু প্রকল্প এলাকায় ভাঙন প্রসঙ্গে ওবায়দুর কাদের বলেন, ‘এখন আর ভাঙছে না। ভাঙন রোধ করা হয়েছে। পদ্মা সেতু নির্মাণকাজের এলাকায় ভাঙনের আলামত নেই। নতুন করে ভাঙন দেখা দেবে না সেটা আমি এ মুহূর্তে বলতে পারছি না। পদ্মা এবং ব্রাজিলের আমাজন পৃথিবীতে সবচেয়ে গতিসম্পন্ন নদী। তবু ভাঙনরোধে আমাদের প্রস্তুতি আছে। পুরোনো ভাঙন রোধ করেছি, সেখানে আর ভাঙছে না।’
মন্ত্রী জানান, পদ্মা সেতু নির্মাণের পাশাপাশি ফেরি চলাচল অব্যাহত রাখতে হবে। জনগণের আসা-যাওয়া নিশ্চিত করতে হবে। সে জন্য সিনে হাইড্রো ড্রেজিং কাজ শুরু করেছে।