বিএনপি ভুল উপলব্ধি করেছে : তোফায়েল

Looks like you've blocked notifications!

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি জ্বালাও পোড়াও যে রাজনীতি করেছিল সেটা ভুল ছিল সেটা উপলব্ধি করেছে। সেজন্য এখন আর জ্বালাও পোড়াও দিকে যায় না। কিন্তু যেকোনো সময় আবার মাথা চাড়া দিতে পারে, গোলযোগ সৃষ্টি করতে পারে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা দক্ষতার সঙ্গে সেগুলো নিয়ন্ত্রণ করবে।

আজ শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দরিদ্রদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।

তোফায়েল আরো বলেন, ‘এবারের বাজেট জনবান্ধব বাজেট হয়েছে। দারিদ্র নিরসনের জন্য এ বাজেট করা হয়েছে। বিএনপির সময় দরিদ্রের সংখ্যা বেড়েছে আর আমাদের সময় কমেছে। সামাজিক সুরক্ষার জন্য অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। মওদুদ আহমদ ভালো করে বাজেট না পড়ে গতানুগতিক কথা বলছেন। এ বাজেটে গরিবের উপকার হবে বিনিয়োগ ও রপ্তানি বাড়বে।’

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন উপস্থিত ছিলেন। মন্ত্রী সদর উপজেলার ছয়টি ইউনিয়নের দুস্থদের মধ্যে ঈদবস্ত্র ও চাল বিতরণ করেন।