অক্টোবরের মধ্যে সুন্দরবন দস্যুমুক্ত হবে : র‍্যাবের ডিজি

Looks like you've blocked notifications!
র‍্যাবের ডিজি বেনজীর আহমেদ আজ মঙ্গলবার দুপুরে বরিশালে আত্মসমর্পণকারী জলদস্যুদের পরিবারের সদস্যদের ঈদ উপহার প্রদান ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

আগামী অক্টোবর মাসের মধ্যেই সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে দস্যুদের কঠিন পরিস্থিতির শিকার হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে বরিশালে র‌্যাবের কাছে আত্মসমর্পণকারী জলদস্যুদের ঈদ উপহার প্রদান ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বেনজীর আহমেদ।

র‍্যাবের প্রধান বলেন, ‘এখনো কিছু জলদস্যু রয়ে গেছে। আমরা চাই অক্টোবর মাসের মধ্যে সুন্দরবনকে পূর্ণাঙ্গভাবে জলদস্যমুক্ত করব। এইটা আমাদের লক্ষ্য।’

র‌্যাবের কাছে আত্মসমর্পণকারী জলদস্যুদের পরিবারের মধ্যে আজ মঙ্গলবার দুপুরে ঈদ উপহার তুলে দেন র‍্যাবের ডিজি বেনজীর আহমেদ। ছবি : এনটিভি

যারা জলদস্যুদের সহায়তা করছে তাদেরও সতর্ক করেন বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘কোথা থেকে আসে অস্ত্র? কোথা থেকে আসে গুলি? কে তাদেরকে সুন্দরবনের ওই গহীন জঙ্গলে খাবার রেশন পৌঁছায় দেয়? কে তাদের বিকাশের টাকা কালেকশন করে? এইগুলো সব আমরা খুঁজে বের করব। কাজেই ওই দুঃসাহস দেখালে পরিণতি ভালো হবে না। আর যারা সুন্দরবনে আছেন আমরা অনন্তকাল ধরে এই আত্মসমর্পণের কার্যক্রম করব না। আমাদের টাইমলাইন হচ্ছে অক্টোবর। এর মধ্যে যদি কেউ আসেন আসবেন। আর না হলে আমরা আমাদের যে অভিযান আছে সেই অভিযান পরিচালনা করব এবং অবশ্যই ইনশাল্লাহ এই দক্ষিণাঞ্চলের মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে এই সুন্দরবনকে আমরা অবশ্যই দস্যুমুক্ত করব।’

বরিশালে র‌্যাব-৮ এর সদর দপ্তরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ২০টি পরিবারের মধ্যে সেলাই মেশিন, চারটি পরিবারে শিক্ষা সহায়তায় আর্থিক অনুদান এবং আত্মসমর্পণকারী সব জলদস্যুর পরিবারের কাছে ঈদের উপহার তুলে দেওয়া হয়।