সমাজকল্যাণমন্ত্রী লাইফ সাপোর্টে, নেওয়া হলো সিঙ্গাপুর
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্বাস্থ্যের অবনতি হয়েছে। তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে আজ শনিবার দুপুরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলামের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রীকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছেড়ে যায়। তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল কর্তৃপক্ষ একজন চিকিৎসক পাঠিয়েছিল। তিনিই সমাজকল্যাণমন্ত্রীকে তত্ত্বাবধান করে নিয়ে গেছেন।
নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত বৃহস্পতিবার ভোরে মন্ত্রীকে বারডেমে ভর্তি করা হয়। তখন থেকে তিনি আইসিইউতে ছিলেন।
মাইদুল ইসলাম বলেন, হবিগঞ্জে টানা কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মন্ত্রী। বৃষ্টিতেও কিছুটা ভিজেছিলেন। আবার বাসায় ফিরে গভীর রাত ১২টা-১টা পর্যন্ত আত্মীয়-স্বজনকে সময় দিয়েছেন। ভোরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট দেখা দেয়। এর পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

অনলাইন ডেস্ক