নকল ওষুধ কারখানার মালামাল জব্দ, মা-ছেলে আটক

Looks like you've blocked notifications!
গাইবান্ধা সদর উপজেলার পাঁচজুম্মা দুর্গাপুর এলাকায় নকল ওষুধ তৈরির কারখানা থেকে মা ও ছেলেকে আটক করে পুলিশ। জব্দ করে নকল ওষুধ ও বিভিন্ন মালামাল। ছবি : এনটিভি

গাইবান্ধা সদর উপজেলায় নকল ওষুধ তৈরির একটি কারখানা থেকে  বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে মা ও ছেলেকে। গতকাল রোববার রাতে উপজেলার পাঁচজুম্মা দুর্গাপুর এলাকায় অভিযান চালানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিব  উদ্দিন, ড্রাগ সুপার জাহিদুল ইসলামসহ সদর থানা পুলিশের একটি দল  রাতে  দুর্গাপুর এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় কারখানার মালিক মশিউর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে নকল ওষুধ, নকল ওষুধ তৈরির বিভিন্ন মালামাল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

কারখানার মালিক পলাতক থাকায় তাঁর স্ত্রী শেফালী বেগম ও ছেলে মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে।