পদ্মার পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপরে
প্রবল বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়ার কাছে পদ্মার পানি ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিষয়টি নিশ্চিত করেছে।
পানি বৃদ্ধির ফলে প্রচণ্ড স্রোতের কারণে দৌলতদিয়া চার নম্বর ফেরি ঘাটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বড় কোনো ফেরি এ ঘাটটিতে ভিড়তে পারছে না।
এদিকে জেলা প্রশাসন ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এ পর্যন্ত পানিবন্দি মানুষের মধ্যে ১৬ মেট্রিক টন চাল এবং ৫১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।