বন্যায় এখনো কয়েক হাজার মানুষ পানিবন্দি

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

মুন্সীগঞ্জে পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পদ্মার পানি কমতে শুরু করলেও ভাগ্যকুল পয়েন্টে এখনো বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এখনো কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। সে সঙ্গে অব্যাহত রয়েছে নদীভাঙন।

জেলার শ্রীনগর, লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার নদীতীরে অবস্থিত বাড়িঘর ভাঙনের কবলে পড়েছে। বিভিন্ন খাল দিয়ে পানি ঢুকে শ্রীনগরের আড়িয়ল বিল এখন পানিতে টইটম্বুর। মাটির নিচু রাস্তাগুলো পানি নিচে তলিয়ে গেছে। পানিবন্দি মানুষ কাজে যেতে পারছেন না। অনেকের ঘরে খাবার নেই। টিউবওয়েল পানির নিচে তলিয়ে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর ভাগ্যকুল পয়েন্টে পানি ৪ সেন্টিমিটার কমেছে। তবে এখনো বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যাদুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কিছু ত্রাণ দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় অনেক কম বলে অভিযোগ বন্যাদুর্গতদের।