জমি দখলের প্রতিবাদে গজারিয়ায় গ্রামবাসীর বিক্ষোভ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভবানীপুর এলাকায় বন্দোবস্ত দেওয়া খাস জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তিন গ্রামের মানুষ।
আজ মঙ্গলবার উপজেলা সদরে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ভবানীপুর, নতুনচর ও চরবলাকী গ্রামের লোকজন এ কর্মসূচি পালন করে। পরে বিক্ষুব্ধরা স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেয়।
গ্রামবাসী অভিযোগ করে, উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর মৌজায় ৫৬ বিঘা সরকারি খাস সম্পত্তি গ্রামবাসীর নামে বন্দোবস্ত দেয় সরকার। বর্তমানে বন্দোবস্ত দেওয়া এ সম্পত্তি দখল করার চেষ্টা চালাচ্ছে খান ব্রাদার্স গ্রুপের প্রভাবশালী এক ব্যক্তি। ওই প্রভাবশালী ব্যক্তি গ্রামবাসীকে নানাভাবে হয়রানি করছে।