একে একে বিল থেকে উদ্ধার ৩ শিশুর লাশ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বুধবার বিকেলে বিলের পানিতে খেলতে নেমে নিখোঁজ হয় তিন শিশু। রাত সোয়া ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনের চর এলাকার কাউনের বিলে খেলতে নেমে ডুবে যায় শিশুরা। নিহত শিশুরা হলো কাউনের চরের ফকির আলীর ছেলে নুর মোহাম্মদ (৪), সোরহাব মিয়ার ছেলে রিয়াদ (৪) ও শুক্কুর আলী ছেলে মোহাম্মদ (৫)।
শেরপুরের পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম জানান, শ্রীবরদী উপজেলার কাউনের চর এলাকার চারটি বাচ্চা ছেলে খেলতে যায়। এর মধ্যে তিনটি শিশু বিলের পানিতে তলিয়ে যায় এবং অপর শিশুটি বাড়ি ফিরে আসে। অন্য তিনজন বাড়িতে না আসায় অভিভাবকরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তাঁরা শ্রীবরদী থানায় ঘটনাটি জানায়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডবুরিরা উদ্ধার অভিযানে নেমে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সংবাদকর্মী ফেরদৌস আলী বলেন, সন্ধ্যার পরেই নুর মোহাম্মদ নামের বাচ্চাটির লাশ উদ্ধার করা হয়। রাত ১০টার দিকে ডুবুরির দল উদ্ধার করে রিয়াদকে। তার পরেই মোহাম্মদের লাশ উদ্ধার হয়।