চট্টগ্রাম বন্দর উত্তপ্ত হওয়ার আশঙ্কা

Looks like you've blocked notifications!
চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাকটর ও পাহাড়াদার কল্যাণ সমিতি আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। ছবি : এনটিভি

ওয়াচম্যান নিয়োগ ও পরিচালনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর আবারও উত্তপ্ত হয়ে উঠবে বলে আশঙ্কা করছে মেরিন কন্ট্রাকটর ও পাহাড়াদার কল্যাণ সমিতি।

আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ আশঙ্কা প্রকাশ করে বন্দর মেরিন কন্ট্রাকটর ও পাহাড়াদার কল্যাণ সমিতি।

সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন ও সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

এ সময় বলা হয়, চট্টগ্রাম বন্দরের এক শ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা ও বহিরাগত শ্রমিকদের কারণে ওয়াচম্যান নিয়োগ ও পরিচালনায়  নীতিমালা বাস্তবায়ন করা হয়নি। ২০০৯ সালে উচ্চ আদালতের রায় পাশ কাটিয়ে পুরনো শ্রমিকদের পরিচয়পত্র বাতিল করে বিপুল পরিমাণ অর্থের মাধ্যমে নতুন শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।