অর্থমন্ত্রীর দুঃখ প্রকাশ, বক্তব্য প্রত্যাহার

Looks like you've blocked notifications!
সিলেটের সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তৃতা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি : এনটিভি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে করা বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘আমি আমার বক্তব্য সম্বন্ধে খুবই দুঃখিত, তবে বিস্মিত যে তারা সরকারি সিদ্ধান্ত জানার আগেই আন্দোলনে নেমে যান।’ তিনি আরো বলেন, ‘আমার এ বক্তব্য যেভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তা অনভিপ্রেত ছিল এবং আমি তা প্রত্যাহার করছি।’  

urgentPhoto

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে জরুরি সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘এ জন্য যাঁরা ক্ষুব্ধ হয়েছেন বা দুঃখ পেয়েছেন, তাঁদের কাছে বিনীত অনুরোধ যে, ভুল বোঝাবুঝি এখানেই সমাপ্তি হোক।’    

অর্থমন্ত্রী বলেন, “আমি যেভাবে বক্তব্যটি দেই তাতে অবশ্যই তাদের মানহানি হয়েছে কারণ ‘জ্ঞানের অভাবে’ বলা আর ‘যথাযথ তথ্য সম্বন্ধে অনবহিত’ বলার মধ্যে অনেক তফাত রয়েছে।’

অর্থমন্ত্রী বলেন, সাংবাদিকরা তখন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কমিশনের সুপারিশবিরোধী আন্দোলন সম্বন্ধে আমার মন্তব্য চান, তখন আমি বলি যে, তাঁদের এই আন্দোলনটি অকারণে শুরু হয়েছে এবং এটা আমাকে গভীর পীড়া দেয় এ জন্য যে, দেশের সবচেয়ে শিক্ষিত গোষ্ঠী একটি আন্দোলন করছেন। আমার বলার কথা ছিল যে তাঁরা প্রকৃত সুপারিশ এবং সর্বোপরি সরকারি সিদ্ধান্ত না জেনেই আন্দোলনে নেমে গেলেন। আমি বলতে চেয়েছিলাম যে, তাঁরা আন্দোলনে চলে গেলেন যখন তারা পুরো বিষয়টি সম্বন্ধে অবগত ছিলেন না।’  

অর্থমন্ত্রী শিক্ষকদের সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝি এখানে সমাপ্তি হবে এমনটা আশাবাদ ব্যক্ত করেন। এর আগে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহুর চৌধুরী সুফিয়ানের মৃত্যুকে শোক প্রকাশ করেন।