মেয়র মান্নান আরো দুটি মামলায় গ্রেপ্তার
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আরো দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপরসনের এ উপদেষ্টাকে জয়দেবপুর ও শ্রীপুর থানায় দায়ের করা আরো দুটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ নিয়ে কারাবন্দি মান্নানকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় ২০১৫ সালের ২৬ জানুয়ারি দায়েরকৃত নাশকতার একটি এবং শ্রীপুর থানার নাশকতার আরেকটিসহ মোট দুটি মামলায় অধ্যাপক মান্নানকে গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশ আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আজ গাজীপুরের সংশ্লিষ্ট আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার বারিধারার ডিওএইচএসের বাসা থেকে অধ্যাপক এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। তার পর থেকে তিনি কারাবন্দি অবস্থায় আদালতের নির্দেশে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগের ১০টি মামলায় আপিল বিভাগ নিম্ন আদালতের জামিন বহাল রেখেছিলেন। গতকাল বুধবার তিনি জামিনে মুক্তির অপেক্ষায় ছিলেন। এর মধ্যেই আজ আবার তাঁকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
১২টি মামলার প্রায় সবগুলোই বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা, নাশকতা, বিস্ফোরক ও পুলিশের সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন আইনে দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে একটিতে মেয়র মান্নানের বিরুদ্ধে আদালতে পুলিশ অভিযোগপত্র করেছে। এ কারণে গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাসির আহমেদ, গাজীপুর