গজারিয়ায় খাসজমি দখলের প্রতিবাদে মানববন্ধন

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভবানীপুর এলাকায় ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়া খাসজমি দখলের পাঁয়তারার প্রতিবাদে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ভূমিহীন শতাধিক পরিবার মানববন্ধন ও বিক্ষোভ করে। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবানীপুর এলাকায় ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়া খাসজমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ভূমিহীন শতাধিক পরিবার এ কর্মসূচি পালন করে। বিক্ষোভের একপর্যায়ে উত্তেজিত জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করে। তবে পুলিশি বাধায় তারা মহাসড়ক থেকে সরে যেতে বাধ্য হয়।

মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করেন, উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর মৌজায় ৫৬ বিঘা সরকারি খাসজমি ভূমিহীন গ্রামবাসীর নামে বন্দোবস্ত দেয় সরকার। এ জমি দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে খান ব্রাদার্স গ্রুপের প্রভাবশালী এক ব্যক্তি।

প্রভাবশালী ওই ব্যক্তি গ্রামবাসীকে নানাভাবে হয়রানি ও প্রতিবাদকারীদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন গ্রামবাসী।