মাগুরায় বিএনপি, ছাত্রদল নেতাসহ আটক ৩

Looks like you've blocked notifications!

মাগুরায় ট্রাকে পেট্রলবোমা হামলার মামলায় বিএনপি ও ছাত্রদলের নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। 

মাগুরা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মহসিন আলী জানান, আজ শনিবার বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শহরের ভায়না এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সদর থানা ছাত্রদলের সভাপতি সানাউল হক তন্ময় ও ছাত্রদলকর্মী স্বাক্ষরকে তাঁদের বাড়ি থেকে আটক করা হয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে মাগুরা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাসকে (৪৫) তাঁর রাউতারা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত বুধবার রাতে শহরের শিমুলিয়ার ডালে বালুভর্তি ট্রাকে পেট্রলবোমা হামলায় পুলিশের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এ হামলায় ট্রাকচালক চন্নু ও তাঁর সহকারী চয়ন দগ্ধ হন।