৬ দিন মহাসড়কে পণ্যবাহী যান বন্ধ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ উপলক্ষে মহাসড়ক যানজটমুক্ত রাখার জন্য ঈদের আগে ও পরে ছয়দিন পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তিনি আজ কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এবং জিংলাতলীতে তিন কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে দুটি সেতু উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী ঈদ উপলক্ষে নিরাপদে যানবাহন চলাচলে ও ঘরমুখী মানুষের যেন কোনো অসুবিধা না হয় এ জন্য স্থানীয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের নির্দেশনা দেন।
ওবায়দুল কাদের বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঈদের আগে তিনদিন ও পরে তিনদিন মহাসড়কে ভারী পণ্যবাহী যান চলাচল করবে না। তবে গার্মেন্টসপণ্য ও পচনশীল পণ্যবাহী গাড়ি এই নির্দেশনার বাইরে থাকবে।
সেতুমন্ত্রী মহাসড়কে যাত্রীদের চাপ কমাতে গার্মেন্টসগুলোকে একসঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার আহ্বান জানান। তিনি মহাসড়কের চারটি বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

অনলাইন ডেস্ক