ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপ করা মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। অবিলম্বে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ রোববার দুপুরে নগরীর ওয়াসা মোড়ে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের কর্মসূচির কারণে নগরীর এশিয়ান হাইওয়ের মূল সড়কের একটি সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বিশাল এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
সমাবেশে বক্তারা জানান, শিক্ষাক্ষেত্রে ভ্যাট দিয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে না। আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হলে দেশজুড়ে কঠিন কর্মসূচি দেওয়া হবে।
পার্লামেন্টে পাস হওয়া ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করে সরকার।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে কয়েকবার জানানো হয়, শিক্ষার্থীদের ওপর কোনো ভ্যাট আরোপ করা হবে না। এই ভ্যাট সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মালিকদের দিতে হবে।
এ ছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একই কথা জানিয়ে বলেন, ভ্যাট প্রত্যাহার করা হবে না।