লাগাতার বিক্ষোভের ঘোষণা
শিক্ষায় সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে আন্দোলন করা নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচি স্থগিত করেছে।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ রোববার রাজধানীর রামপুরা ব্রিজ, রামপুরা-গুলশান সড়ক, বসুন্ধরা আবাসিক এলাকার সামনে সড়কের ওপর অবস্থান করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, তাদের ধারণা ছিল আজ এক প্রজ্ঞাপন জারি করে ভ্যাট বাতিলের ঘোষণা দেবে। কিন্তু আজও দাবি পূরণ না হওয়ায় লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
বিকেল সোয়া ৫টায় বসুন্ধরা আবাসিক এলাকা ও যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নেওয়া নর্থ সাউথ ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেয়। অন্যদিকে বিকেল ৪টায় রামপুরায় সড়কে অবস্থান নেওয়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেয়।
সকাল থেকেই বসুন্ধরা আবাসিক এলাকা ও যমুনা ফিউচার পার্কের সামনে নর্থ সাউথ ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক ওই সমাবেশে বলেন, ‘অর্থমন্ত্রী ভুল তথ্যদিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। চিনি, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় আমদানি ও রপ্তানি করা পণ্যের ওপর ভ্যাট বসাতে হয়। অর্থমন্ত্রী নিজেই জানেন না কিসের ওপর ভ্যাট বসাতে হয়।’ তিনি আরো বলেন, ভ্যাট, ট্যাক্স দিতে গিয়েও সরকারি কার্যালয়ে ঘুষ দিতে হয়, বিপরীতে সরকার থেকে কোনো নাগরিক সুবিধা পাওয়া যায় না। আমাদের এ আন্দোলন সরকারবিরোধী নয়, সরকারের একটি প্রজ্ঞাপনবিরোধী।’ নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন এক হাজার টাকা খরচ করে না। অনেক শিক্ষার্থী কষ্ট করে, টিউশনি করে, খণ্ডকালীন চাকরি করে পড়াশোনা করে।
এদিকে রামপুরা, বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকার সামনের সড়ক অবরুদ্ধ থাকায় দুর্ভোগে পড়েছে রাজধানীর মানুষ। কোনো যানবাহনকে এসব সড়কে চলাচল করতে দেওয়া হয়নি। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্সের পথ ছেড়ে দিয়েছে শিক্ষার্থীরা।