বরিশালে স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
বরিশালের মুলাদীতে স্ত্রী হত্যার দায়ে সোহরাব আকন (৪০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মো. আদিব আলী এ রায় দেন।
সোহরাব আকনের বাড়ি মুলাদীর তয়েকা এলাকায়। তাঁর বাবা প্রয়াত লাল মিয়া আকন।
মামলায় সরকারপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) খান ওয়াহিদ উদ্দিন আহম্মেদ জানান, মুলাদী উপজেলার বাসিন্দা ও মামলার বাদী মিনি বেগমের বোন মিলিকে প্রতারণার মাধ্যমে বিয়ে করেন সোহরাব আকন। বিয়ের পর ২০০৭ সালের ২০ অক্টোবর চিকিৎসক দেখানোর কথা বলে ঢাকা নেন। পরে ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে ২২ অক্টোবর লঞ্চ থেকে মিলিকে মেঘনা নদীতে ফেলে দিয়ে হত্যা করেন সোহরাব। তখন মিলি বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ওই ঘটনায় ২০০৮ সালের ১০ মে মিলির বোন মিনি বেগম বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা করেন। একই বছরের ১ নভেম্বর ওই থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালতের বিচারক সোহরাব আকনকে দণ্ড দেন।