শিমুলিয়া-কাওরাকান্দি

পাঁচ দিন পর ফেরি চলাচল শুরু

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

পাঁচ দিন পর শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে পুরোদমে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একসঙ্গে শিমুলিয়ার তিনটি ঘাট থেকে তিনটি ফেরি কাওরাকান্দির উদ্দেশে ছেড়ে গেছে।

পদ্মা নদীর নাব্যতা সংকট নিরসনে ড্রেজিংয়ের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ১১ সেপ্টেম্বর থেকে পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ রাখে।

বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আহমেদ জানান, ড্রেজিংয়ের কাজ সম্পন্ন হওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। এ রুটে সব সময় ১৮টি ফেরি চলাচল করে। বন্ধ থাকার দিনগুলো তিনটি ফেরি মাঝিকান্দি নৌরুট ব্যবহার করে অ্যাম্বুলেন্স, জরুরি গাড়ি ও হালকা যানবাহন স্বল্প পরিসরে পারাপার করেছে। এতে অতিরিক্ত আট কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে এবং অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা সময় লেগেছে।

ঈদ সামনে রেখে এই রুট দিয়ে আরো বেশি যানবাহন পারাপার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা।