শিশু রাজন হত্যা : অভিযোগ গঠনের শুনানি ২২ সেপ্টেম্বর

Looks like you've blocked notifications!

সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। আজ বুধবার এ মামলার পলাতক আসামিদের আইনজীবীরা আদালতে হাজির না হওয়ায় সিলেটের দায়রা জজ আকবর হোসেন মৃধা এ তারিখ ধার্য করেন ।

বাদীপক্ষের আইনজীবী শওকত চৌধুরী জানান, এ মামলায় কারাগারে বন্দি থাকা ১০ আসামিকে আজ আদালতে হাজির করা হয়েছিল।

এর আগে ৭ সেপ্টেম্বর রাজন হত্যা মামলাটি মহানগর হাকিম আদালত থেকে দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়।

গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে শিশু শেখ সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। তাঁকে নির্যাতন করে হত্যার ভিডিওচিত্র ধারণ করে পরে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি দেখে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। এতে সৌদি আরবে আটক কামরুল ইসলাম, তাঁর ভাই শামীম আহমদ ও আরেক আসামি পাভেলকে পলাতক দেখানো হয়। এ বিষয়ে ২৪ আগস্ট আদালত অভিযোগপত্র আমলে নেন।

পরদিন আদালতের নির্দেশে ২৫ আগস্ট পলাতক কামরুল ও শামীমের মালামাল ক্রোক করে জালালাবাদ থানার পুলিশ। গত ৩১ আগস্ট তিনজনকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।