রায়পুরে বাবার হাতে ছেলে খুন!
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে বাবার হাতে ছেলে খুন হয়েছেন বলে জানা গেছে। নিহত ছেলের নাম মো. সাগর (২৬)। আজ মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
গতকাল সোমবার রাতে পৌরশহরের মধুপুর এলাকার হারিস ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রাতেই নিহত যুবকের বাবা বেলায়েত হোসেন ভূঁইয়াকে আটক করে পুলিশ।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলাইমান জানান, রায়পুর পৌরশহরের মধুপুর এলাকায় সাগর পরিবারের সবার সঙ্গে থাকতেন। বেলায়েত হোসেনের ছেলে মা-বাবার অমতে একাধিক বিয়ে করায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। রাতে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা বঁটি দিয়ে ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিদর্শক সোলাইমান বলেন, হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।