শ্রীনগরে বাস চাপায় পথচারী নিহত

Looks like you've blocked notifications!

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় বিউটি বেগম (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন।

আজ রোববার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, মাওয়াগামী ইলিশ পরিবহনের একটি বাস কামারখোলা এলাকায় রাস্তা পারাপারের সয়ম বিউটি বেগমকে চাপা দিয়ে চলে যায়।বিউটি বেগম কামারখোলা এলাকার জহিরুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় এলাকাবাসী ইলিশ পরিবহনের তিনটি বাস আটক করে রাখে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসচাপায় নারী পথচারী নিহত হয়েছেন। তবে কোন পরিবহনের বাস তাঁকে চাপা দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ও স্থানীয়দের কাছ থেকে জানা যায় ইলিশ পরিবহনের একটি বাস বিউটি বেগমকে চাপা দিয়ে চলে যায়।