নতুন করে মেডিকেলে ভর্তি পরীক্ষার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস-বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নতুন করে নেওয়ার দাবি জানানো হয়েছে। সেইসঙ্গে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন চট্টগ্রামের ভর্তীচ্ছু শিক্ষার্থীরা। এই দাবিতে আজ মঙ্গলবার চট্টগ্রামের চকবাজারে নানা কর্মসূচি পালন করেছেন তাঁরা।
নগরীর চকবাজারে রাস্তা অবরোধ করে সমাবেশ করেন মেডিকেল ভর্তীচ্ছু শিক্ষার্থীরা। সমাবেশ থেকে অবিলম্বে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন ভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়। সেই সাথে প্রশ্নপ্রত্র ফাঁসের সাথে জড়িতদের সবাইকে আইনের আওতায় আনার এবং ভবিষ্যতে যেন প্রশ্নপ্রত্র ফাঁস হতে না পারে সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
এর আগে সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চকবাজারের গুলজার মোড়ে জড়ো হয়। সেখানে প্রায় সারাদিন বসে থেকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।