সেনবাগে জমকালো আয়োজনে চলছে শারদীয় দুর্গোৎসব

প্রতিবারের মতো এবারো নোয়াখালীর সেনবাগে জমকালো আয়োজনে শুরু হলো শারদীয় দুর্গোৎসব।
মঙ্গলবার গিয়ে দেখা যায়, সেনবাগের পূজামণ্ডপটির বিশাল এলাকা জুড়ে করা হয়েছে আলোকসজ্জা। চলছে বাদ্য-বাজনা, পূজা-অর্চণা।
নোয়াখালীর নয়টি উপজেলায় ছোট বড় মিলিয়ে ১৬৬টি পূজামণ্ডপে এবার দুর্গোৎসব চলছে। তবে, সেনবাগের দক্ষিণ মোহাম্মদপুর কল্যান্দী সার্বজনীন দুর্গামন্দিরটিতে জেলার সবচেয়ে বড় পূজা আয়োজনগুলোর একটি।
জানা যায়, মন্দিরটি নির্মিত হয়েছে প্রায় ৩০০ বছর আগে। সে সময় এ জায়গায় বাড়ি কেন্দ্রিক পূজা অনুষ্ঠিত হতো। কিন্তু কালের বিবর্তনে এলাকার হিন্দু সম্প্রদায়ের সবার আর্থিক সহায়তায় গড়ে তোলা হয় সার্বজনীন এই দুর্গা মন্দির। এ মন্দিরে আধুনিকতার ছোঁয়া লেগেছে প্রায় এক দশক আগেই। প্রতি বছর পূজার সময় প্রতিবেশী দেশ ভারত ও নেপাল থেকেও এ মন্দিরে পূজারীরা পূজা করতে আসেন। এ ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও অনেকে ছুটে আসেন এ মন্দিরকে দেখতে ও পূজা করতে।
শাশ্বত মুক্তি অর্জন ও বিশ্বব্যাপী মানবতার অমর বাণীকে পৌঁছে দেওয়ার চেতনায় এ মন্দির কমিটি প্রতিবারের মতো এবারও দুর্গোৎসবের আয়োজন করেছে। এ মন্দিরে বর্তমানে মনোরঞ্জন সাহা, তপন চন্দ্র মজুমদার, ডা. নিমাই চন্দ্র দাসসহ আটজন কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন।