সন্দ্বীপে জোড়া খুনের ঘটনায় মামলা
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কোরবানির পশুর হাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বত্তদের গুলিতে জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন নিহত যুবলীগকর্মী জাহাঙ্গীর আলমের বাবা মহসিন আলী।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এনটিভি অনলাইনকে জানান, মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। যুবলীগকর্মী ফজলে এলাহী মিশুকে মামলার প্রধান আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে এ পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ রয়েছে, গত সোমবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার বাতেন মার্কেট এলাকায় পশুর হাটের আধিপত্য বিস্তার নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন যুবলীগকর্মী জাহাঙ্গীর আলম ও পথচারী হুমায়ুন কবির।