নিজ হাতে রাস্তা সংস্কারে পুলিশ কমিশনার
জনগণের দুর্ভোগ কমাতে বৃষ্টি উপেক্ষা করে নিজ হাতেই সড়ক সংস্কারের কাজ করছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন থেকে নাসিরাবাদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের ছোট ছোট গর্ত ইট আর বালু দিয়ে ভরাট করা হচ্ছে। তাঁর সঙ্গে পুলিশের অন্যান্য সদস্য, কর্মকর্তার পাশাপাশি স্থানীয়রাও কাজ করছেন।
পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, এটি চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক। ঈদ এলে এ সড়কে যান চলাচল বেড়ে যায়, ফলে যানজটের সৃষ্টি হয়। আর এ বছর উড়াল সেতুর নির্মাণকাজের জন্য এ পথ দিয়ে চলাচল করা মানুষের দুর্ভোগ আরো বেড়ে গেছে। রাস্তাজুড়েই ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনের গতি কমে গেছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। যে কারণে চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, সড়কটি এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত গেছে এ সড়ক।
পুলিশ কমিশনারের এ ধরনের উদ্যোগ চট্টগ্রামে খুবই প্রশংসা কুড়িয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, পুলিশের দায়িত্ব না হলেও কমিশনার আবদুল জলিল মণ্ডল প্রায় সময়ই রাস্তার সংস্কারকাজ করেন। এ ছাড়া রাস্তার পাশে অবৈধ স্থাপনা সরিয়ে নিতেও কাজ করেন তিনি।