৮৪ হাজার ইভিএম ব্যবহার হবে শহর এলাকায় : ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ৮৪ হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনবে নির্বাচন কমিশন। এবং এগুলো সব শহর এলাকায় ব্যবহার করা হবে বলেও তিনি জানান।
আজ শনিবার সকালে চট্টগ্রামে ইভিএম মেলার উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘পৃথিবীর সব দেশই ইভিএম ব্যবহার করে। তো আমরা ইতিমধ্যেই এই ইভিএমের প্রশিক্ষণ আমাদের যারা নির্বাচন কর্মকর্তা আছেন, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমরা একটি প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পাস করিয়ে দিয়েছেন। যেটা হলো তিন হাজার ৮২৫কোটি টাকা। আমরা ইভিএম মেশিন কিনব, প্রাথমিক পর্যায়ে ৮৪ হাজার। এরপরেও বিভিন্ন পর্যায়ে আমরা কিনব।’
ইসি সচিব আরো বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে, আগামীতে হয়তো, আরপিও সংশোধন কিছুদিনের মধ্যে হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। তাহলে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে আমরা ইভিএম ব্যবহার করব। এবং এটা শহর এলাকায়। গ্রাম এলাকায় আমরা এখনো দিব না। এবং মানুষকে আমরা এটা অভ্যস্ত করাব আস্তে আস্তে।’
২০১০ সালে চট্টগ্রামে প্রথম ইভিএম ব্যবহার হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘পরবর্তীতে দেশের সিটি করপোরেশন নির্বাচনগুলোতে ইভিএম ব্যবহারে সাফল্য এসেছে। আগামী পাঁচ বছর পর দেশের সব নির্বাচনে ইভিএম ব্যবহারে জনপ্রিয় করে তুলতে কাজ শুরু করেছে কমিশন।’
নগরীর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আজ এ মেলার আয়োজন করে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে কথা বলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান, পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান।