সিলেটে ঈদের জামাত কখন কোথায়

Looks like you've blocked notifications!
পবিত্র ঈদুল আজহার নামাজের প্রস্তুত সিলেটের নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ ময়দান। ছবি : এনটিভি

সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত হবে শুক্রবার সকাল সাড়ে ৮টায়। জামাতের আগে বয়ান করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক খান এবং জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ কামাল উদ্দিন।

এ ছাড়া দরগাহে হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। নগরীর বন্দরবাজারে হাজি কুদরত উল্লাহ জামে মসজিদে আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। টিলাগড় শাহ মাদানী ঈদগাহ নগরীর টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। কুশিঘাটে গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার ঈদগাহে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।