নির্বাচনে কারচুপির সুযোগ নেই, অসুবিধা কী : স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচনে কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে কারচুপি হলে, জনগণের আন্দোলনের মুখে সেই নির্বাচনের ফল বাতিল হবে বলেও তিনি জানান।
আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সম্মেলন কক্ষে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘এই কারচুপি করার অধিকার কারো নেই। সুযোগও কারো নাই। তো ভয় পান কেন? নির্বাচন হবে। নির্বাচনে ভোট কারা দেবে, কীভাবে দেবে সবাই দেখবে। তবে যদি কোনো অভিযোগ হয়, কারচুপি হয়, এ দেশের মানুষ রুখে দাঁড়াবে। গর্জে উঠবে, কারচুপির বিরুদ্ধে। দুনিয়ার অনেক দেশে ইলেকশন হয়েছে। কারচুপির বিরুদ্ধে লড়াই করে আবার সেই রেজাল্ট বাতিল হয়ে গেছে। তাহলে অসুবিধা কী, ভয় কী? ইলেকশন হবে, ফেয়ার হবে, সুষ্ঠুভাবে হবে। প্রধানমন্ত্রী নিজে বলেছেন।’
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত নির্বাচনে না এসে বিএনপি যে মহাভুল করেছে, এবার তা করবে না।’
এ ছাড়া গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সংলাপের বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যা করার প্রধানমন্ত্রী সংবিধানের মধ্যেই করবেন।’