মুন্সীগঞ্জে বাসচাপায় পথচারী নিহত
মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে দোগাছী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৫৫)। তাঁর বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা গ্রামে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুর রহমান জানান, দোগাছী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে সিরাজুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন। এ সময় ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ওসি আরো জানান, এ ঘটনার পর বাসটি আটক করে তাতে ভাঙচুর চালায় জনতা। তবে বাসচালককে আটক করতে পারেননি তাঁরা। পরে নিহতের লাশ তাঁদের স্বজনরা নিয়ে যান। এ ঘটনায় নিহতের পরিবার কোনো মামলা করতে রাজি হয়নি বলে জানান ওসি।