চট্টগ্রামে ‘ডাকাতের’ গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু
চট্টগ্রামে ‘ডাকাতের’ গুলিতে আহত ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা সত্য গোপাল ভৌমিক মারা গেছেন। আজ শনিবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পঙ্কজ বড়ুয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, গত বুধবার রাতে নগরীর মাঝিরঘাট এলাকায় সাহা করপোরেশন নামে ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয় সাত-আট ডাকাত। এ সময় প্রতিষ্ঠানটি থেকে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ডাকাতরা গুলি ও ককটেল ফাটিয়ে পালানোর চেষ্টা করে। এতে নিজেদের ছোড়া ককটেলে ঘটনাস্থলে একজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরেকজন।
এ সময় গুলিতে আহত হন সাতজন। আহতদের মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সত্য গোপাল ভৌমিক আজ মারা গেলেন।