হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

Looks like you've blocked notifications!

হবিগঞ্জে আধিপত্য বিস্তার ও জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও টেঁটাবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মন্দরী গ্রামে জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সামছুল হক ও স্থানীয় বাসিন্দা আলফি মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে শেখ সামছুল হকের লোকজন মন্দরী গ্রামসংলগ্ন হাওর এলাকার একটি জমি দখল করতে গেলে আলফি মিয়ার লোকজন বাধা দেন। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই গ্রামের জয়নাল মিয়া (৫৫) নিহত হন। আহত হন উভয় পক্ষের ৩০ জন। স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রণে এনে আহতদের হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সংঘর্ষ থেমে যায়। বর্তমানে সেখানে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।