রাজবাড়ীতে উল্টে গেল বাস, আহত ১৭
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা থেকে কুষ্টিয়ার কুমারখালীগামী এমএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে। এতে ১৭ যাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার বিকেল ৩টার দিকে গোয়ালন্দের জমিদার ব্রিজের পাশে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রায় একই সময় রাজবাড়ীর সদর উপজেলার কল্যাণপুরে যাত্রীবাহী মাহেন্দ্র ও মোটরসাইকেল সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
গোয়ালন্দ হাইওয়ে পুলিশ জানায়, আজ বিকেল ৩টার দিকে গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজের পাশে ঢাকা থেকে ছেড়ে আসা কুমারখালীগামী এমএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে ১৭ যাত্রী আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ, গোয়ালন্দ ও রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে সদর উপজেলার কল্যাণপুরে একটি মাহেন্দ্র ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত হন। তাঁদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।