‘দেশের মানুষ এখন আনন্দমুখর’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে ধোঁয়াশা ছিল, তা দূর হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের মানুষ এখন আনন্দমুখর। তারা বিশ্বাস করে, ২৩ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মাহবুবউল আলম হানিফ ইসির একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করবে বলে আওয়ামী লীগ প্রত্যাশা করে।’
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।