রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা’ নিহত

Looks like you've blocked notifications!
রাজবাড়ীর সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুটি পাচুরিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন মোহাম্মদ আলী শেখ। ছবি : এনটিভি

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা লাল পতাকা বাহিনীর আঞ্চলিক কমান্ডার মোহম্মদ আলী শেখ (৩৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন জিয়াউল ও রমজান নামের দুই পুলিশ কর্মকর্তা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুটি পাচুরিয়া এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী পাচুরিয়া ইউনিয়নের দয়াল বন্ধু গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থল থেকে নাইন এমএম বোরের একটি বিদেশি পিস্তল, একটি দোনালা বন্দুক ও ১৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, গতকাল রাত দেড়টার দিকে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুটি পাচুরিয়া এলাকায় একদল চরমপন্থী অবস্থান করছে- এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় চরমপন্থীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও মোহাম্মদ আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ আলীর বিরুদ্ধে অস্ত্র, হত্যা, চাঁদাবাজি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।