এলডিপির মনোনীতরা কেউ ছাতায়, কেউ ধানের শীষে আগ্রহী

Looks like you've blocked notifications!

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মনোনীত প্রার্থীদের মধ্যে কেউ কেউ এলডিপির ছাতা প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইছেন। আবার কয়েকজন প্রার্থী বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

আজ রোববার নির্বাচন কমিশনে (ইসি) দেওয়া এক চিঠির মাধ্যমে এ কথা জানান এলডিপির সভাপতি ড. অলি আহমদ বীরবিক্রম।

ইসি সচিব বরাবর পাঠানো চিঠিটিতে বলা হয়েছে, ‘আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, এলডিপির মনোনীত প্রার্থীদের মধ্যে কেউ কেউ এলডিপির প্রতীক ছাতা মার্কা নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং কয়েকজন প্রার্থী ২০ দলীয় জোটের প্রধান শরিক দল বিএনপির ধানের শীষ মার্কা নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।’

গত ৯ নভেম্বর নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ জানান, নির্বাচনে কোনো দল জোটবদ্ধ হয়ে অংশ নিতে চাইলে তিনদিনের মধ্যে জানাতে হবে। আজ ছিল শেষ দিন। এরই পরিপ্রেক্ষিতে আজ আওয়ামী লীগ, বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।

গত ৮ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কে এম নুরুল হুদা। তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর সোমবার। মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর বৃহস্পতিবার। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর বৃহস্পতিবার। ২৩ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।