মুন্সীগঞ্জে কারেন্ট জাল জব্দ, ৬ জেলেকে জরিমানা
মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। উভয় পক্ষের দাবি, মা ইলিশ মাছ শিকার করতে এ জাল ব্যবহার করা হয়েছে।
এ ঘটনায় আটক ছয় জেলেকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে কোস্টগার্ড ও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে এ বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। এ সময় ছয় জেলেকে আটক করেন কোস্টগার্ড সদস্যরা। পরে জব্দ করা কারেন্ট জাল ও আটক জেলেদের জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ছয়জন জেলেকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
কোস্টগার্ড পাগলা ক্যাম্পের কমান্ডার মো. হাসানুর রহমান জানান, সোমবার সকালে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় মা ইলিশ ধরার চেষ্টা করার সময় ছয় জেলেকে আটক এবং ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল ও আটক জেলেদের মৎস্য কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. অলিউর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারাবান তাহুরা।